• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
'খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে বিবেচনা করা হবে'

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

সংগৃহীত ছবি

রাজনীতি

'খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে বিবেচনা করা হবে'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারলে মুক্তি চেয়ে আবেদন করলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে যেসব কারণে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা যায়, খালেদা জিয়া তার কোনোটিতেই পড়েন না বলেও মন্তব্য করেন তিনি। আজ রোববার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

আইনের প্রতি শ্রদ্ধাশীলরাই আইনি প্রক্রিয়ায় আসবে উল্লেখ করে হানিফ বলেন, ‘প্যারোল আইনগত বিষয়, রাজনৈতিক নয়।’

এর আগে শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে নৌ থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, ‘যতদূর জানি, তার প্যারোলে মুক্তির ব্যাপারে আমাদের কাছে কোনো আবেদন আসেনি।’

কারাবন্দী আসামিকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দেয়া মুক্তিকে প্যারোলে মুক্তি বলা হয়ে থাকে।

দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

অসুস্থতার কারণে গত সোমবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads