• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
খালেদার ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ছবি : সংগৃহীত

রাজনীতি

খালেদার ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : আইনমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৯

বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এর কারণেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির দায়ে নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন, সেখানে তাকে পাঁচ বছর থেকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।’

তিনি বলেন, ‘রিজভী নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেগম জিয়াকে নিয়ে কী বলেন, আর কী বুঝেন এ সম্পর্কে সবার সন্দেহ আছে। তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না।’

আনিসুল হক বলেন, ‘আইনের শাসন দেশে আছে বলেই এসব দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছিলেন, সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন।’

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান, কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads