• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আ.লীগের যৌথসভা আজ

ছবি : সংগৃহীত

রাজনীতি

আ.লীগের যৌথসভা আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মে ২০১৯

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা আজ রোববার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র বাংলাদেশের খবরকে জানায়, চলমান পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনে দলের মনোনীত প্রার্থী চূড়ান্তের ঘোষণা আসতে পারে আজকের সভা থেকে। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেবে, নাকি মহাজোটের শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়া হবে, এ বিষয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে সভায়।

দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। দলটির উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়।

 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামের এক সেমিনার আজ বেলা ১১টায় ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাংবাদিক হারুন হাবীব।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন সেমিনারে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads