• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসার বহিঃপ্রকাশ : ফখরুল

ছবি : সংগৃহীত

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসার বহিঃপ্রকাশ : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুন ২০১৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত। তার এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে।’

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে গণমাধ্যমে বিবৃতি পাঠান।

এর আগে বিকাল ৫টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১১ দিনের ত্রিদেশীয় সরকারি সফরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। তারেক রহমান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা এত বেশি টাকা পয়সা বানিয়ে ফেলেছে, সেখানে বিলাসবহুল জীবনযাপন করছে। যা-ই হোক, আজ হোক কাল হোক, একটা সময় শাস্তি কার্যকর হবে। সেটুকু বলতে পারি। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সুস্থ রাজনীতির জন্য প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কখনো কাম্য হতে পারে না। তার এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর করেন। প্রধানমন্ত্রী তার এই ১১ দিনের ত্রিদেশীয় সফরের শুরুতে গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। সফরের দ্বিতীয় পর্যায়ে যান সৌদি আরব। তিনি ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে পাঁচ দিনের সরকারি সফরে গত ৩ জুন ফিনল্যান্ড পৌঁছান। সফর শেষে গত শনিবার সকালে তিনি দেশে ফেরেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads