• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি শুরু

সংগৃহীত ছবি

রাজনীতি

জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিলের শুনানি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। বুধবারও শুনানি চলবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আজহারুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। গত ১০ এপ্রিল আপিল বিভাগ তার আপিলের শুনানির জন্য এই দিন (১৮ জুন) ধার্য করেছিলেন।

সকালে শুনানির শুরুতে আসামির আইনজীবী জয়নুল আবেদীন তুহিন আরও সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ তা নাকচ করে দেয়।

প্রধান বিচারপতি বলেন, ‘এতদিন সময় দিলাম, আপনারা প্রস্তুতি নেননি কেন। আজই শুনানি শুরু করেন। পরে দেখা যাবে।’

এরপর আইনজীবী জয়নুল আবেদীন তুহিন পেপারবুক (আপিলের সারসংক্ষেপ) থেকে তথ্য-উপাত্ত উপস্থাপন শুরু করেন। এদিন বেলা সোয়া ১টা পর্যন্ত শুনানি হয়। বুধবার ফের শুনানি হবে।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে উপস্থিত ছিলেন।

এ টি এম আজহারের আপিল শুনানির মধ্য দিয়ে প্রায় তিন বছর পর আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলার কোনো আপিলের শুনানি শুরু হলো। সর্বশেষ ২০১৬ সালের ৮ মার্চ আলবদর নেতা মীর কাসেম আলীর আপিল নিষ্পত্তি হয়েছিল আপিল বিভাগে। এরপর আর কোনো আপিলের শুনানি হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads