• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জাপায় যোগ দিয়ে বিএনপি থেকে বহিষ্কার

ছবি : সংগৃহীত

রাজনীতি

জাপায় যোগ দিয়ে বিএনপি থেকে বহিষ্কার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন তারা। এদিকে জাপায় যোগদানের ঘণ্টাকয়েক পরেই দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মঞ্জুকে বহিষ্কার করেছে বিএনপি।

যোগদান অনুষ্ঠানে এ সময় জি এম কাদের বলেন, জাপা পতাকাতলে জাতীয়তাবাদী শক্তিকে একত্র হতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। হুসেইন মুহম্মদ এরশাদই এ দেশের সব ধর্মের মানুষকে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছেন। তার আদর্শই বাস্তবায়ন করবে জাতীয় পার্টি।

তিনি বলেন, জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিএনপির নেতাকর্মীরা যোগদান করছেন। আগামীতে আরো  যোগ দেবেন।

জাপায় যোগদানকারী বিএনপি নেতা সৈয়দ মঞ্জুর হোসেন বলেন, ’৮৬ সাল থেকে জনসেবায় বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। এক যুগ হয়ে গেল জনগণের কল্যাণে কাজ করার কোনো সুযোগ পাচ্ছি না। পল্লীবন্ধুর মৃত্যুর পর তার জনপ্রিয়তা দেখে আমি অনুপ্রাণিত হই। এরশাদের আদর্শ ছিল জনকল্যাণমূলক। এরশাদের অহিংস রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগদান করলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় প্রমুখ।

এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি হাজী মো. শামসুল হক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৩ জুলাই মহানগর উত্তর বিএনপির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads