• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিজেপি নেতা চায় বাংলাদেশের এক-তৃতীয়াংশ

ছবি : সংগৃহীত

রাজনীতি

বিজেপি নেতা চায় বাংলাদেশের এক-তৃতীয়াংশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৯

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন। তিনি বলেছেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতকে ছেড়ে দিতে হবে। 

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই নেতা যুক্তি দেখিয়েছেন, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বাংলাদেশ থেকে এক-তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে।

হয় বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নেবে, না হয় এসব মুসলমানের বসবাসের জন্য বাংলাদেশকে এক-তৃতীয়াংশ জমি ছাড়তে হবে। গত শনিবার আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

বিজেপি এই নেতা আরো বলেন, সৌদি আরব, কুয়েত, কাতারসহ মুসলিম অধ্যুষিত দেশগুলোতে হিন্দুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। প্রকাশ্যে ধর্ম পালনেরও অধিকার নেই তাদের। কিন্তু ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এই দেশ ধর্মনিরপেক্ষ। এছাড়াও তিনি বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলো থেকে ভারতে অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানান। বাংলাদেশের জমি নেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে সুব্রাহ্মনিয়ম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা অন্য নেতাদের সঙ্গে এ প্রসঙ্গে তার কথা হয়নি। কিন্তু সঠিক সময়ে পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads