• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জ্বালাও-পোড়াওকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে : মেজার রফিক

চাঁদপুরের হাজীগঞ্জ রামপুর উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

জ্বালাও-পোড়াওকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে : মেজার রফিক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৯

আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তারা কখনোই লুটপাট জ্বালাও-পোড়াও পছন্দ করেনা। যারা জ্বালাও-পোড়াও ভাংচুর করে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার দুপরে চাদপুরের হাজীগঞ্জের বলাখাল বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিশাল জনসভায় প্রধান অতিথির  বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত বিএনপি কখনোই ক্ষমতার স্বাদ পাবেনা। বাংলার জনগণ তাদের সকল কাজ প্রত্যাখ্যান করছে এবং করবে। তারা যেখানে আছে, সেখান থেকে ক্ষমতার মসনদ দেখা স্বপ্ন বৈই কিছুই না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্য থেকেই বাংলার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার ও সংসদ সদস্য নির্বাচিত হবে। তোমরা পড়ালেখা করে বড় হয় দেশ সেবাই আত্মনিয়োগ করবে। এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া পাওয়া।

তিনি বলেন শিক্ষা হতে হবে গণমুখী, বাস্তবমুখী এবং জনসভার উদ্দেশ্যে। মনে রাখবে তোমরা একদিন উচ্চ শিক্ষা গ্রহণ করে অন্যদেরও উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতা করবে। তোমাদের প্রতি তোমাদের মা-বাবার অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাদের সে আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।

তিনি হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন নিয়ে বলেন, ১৯৯৬ সালে আমি যখন এমপি হয়, তখন এ দু’উপজেলায় মাত্র ৫ কিলোমিটার সড়ক পাকা ছিল। এখন সাড়ে ৩’শ কিলোমিটার সড়ক পাকা। ৫’শর মতো প্রাইমারী স্কুল, কলেজ, হাই স্কুল, মাদরাসা ভবন পাকা করা হয়েছে। যে ডাকাতিয়া নদীর উপর একটি সেতুও ছিলনা, এখন সেখানে ৮টি সেতু হয়েছে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা এখন শতভাগ বিদ্যুতায়িত এলাকা। বিদ্যুতের জন্য হা-হা-কার নেই। এ সবগুলোই সম্ভব হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার কারণে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads