• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

রাজনীতি

৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল: জিএম কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

আগামী ৩০ নভেম্বর দলের জাতীয় কাউন্সিল ডেকেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জিএম কাদের জানান, প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টিতে ঐক্য ধ্বংসের চেষ্টা চলছে মন্তব্য করে তিনি আরো বলেন, দলকে এগিয়ে নিতে সবাই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। জাতীয় পার্টির অবস্থান এখনো দুর্বল বলেও মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, এরশাদ সাহেব ওসিহত করে গিয়েছিলেন এবং গঠনতন্ত্রেও এমনটিই ছিল। এভাবেই আমরা আসছি। আমাদের প্রেসিডিয়ামের সদস্যদের এখানে মত রয়েছে। আমাদের যারা এমপি তাদেরও এখানে মত রয়েছে।

কিছু কারণে জাতীয় পার্টি অন্য দুটি প্রধান দল থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডামকে (রওশন এরশাদ) আমরা সর্বোচ্চ আসনে রাখবো। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দিব না। সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আশা করি ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কি চায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads