• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এরশাদের আসনে ধানের শীষের প্রার্থী রিটা রহমান

সংগৃহীত ছবি

রাজনীতি

এরশাদের আসনে ধানের শীষের প্রার্থী রিটা রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি রিটা রহমান।

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমানকে একাদশ নির্বাচনেও এই আসনে প্রার্থী করেছিল বিএনপি। তবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের কাছে পরাজিত হন তিনি।

এই উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে রিটা রহমান ছাড়াও দলীয় মনোনয়নপত্র নিয়েছিলেন প্রয়াত মহানগর সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, দলের বর্তমান সভাপতি কাওসার জামান বাবলা, মহানগর ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও রংপুর জেলা সাধারণ সম্পাদক রইসউদ্দিন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপ-নির্বাচনের জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার পর সেগুলো যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর। এরপর ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads