• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

রাজনীতি

সম্রাট ও আরমান যুবলীগ থেকে বহিষ্কার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৯

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ এনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহ সভাপতি আরমানকে বহিষ্কার করেছে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। রোববার যুবলীগ কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

আজ রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করে র‌্যাব। তারা এখন র‌্যাবের হেফাজতে রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং, ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা হবে। মতিঝিল বা রমনা থানায় এসব মামলা করা হবে। এরমধ্যে ক্যাসিনো ও চাঁদাবাজির মামলায় সম্রাটের ৭ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম সম্রাট ও আরমানকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব। তবে মামলার বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads