• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘বাংলাদেশ সঠিক পথে নেই’

আজ বিকেলে সুজনের লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

‘বাংলাদেশ সঠিক পথে নেই’

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

সু শাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার দাবী করেন বাংলাদেশ সঠিক পথে নেই। তিনি বলেন, দেশের নিয়ম-নীতি ভেঙ্গে পড়েছে। প্রতিষ্ঠান গুলো জরাজীর্ণ, আইন কানুন নিয়ম-বিধি বিধান সঠিক ভাবে চলছে না। তিনি বলেন, দেশে এখন অন্যায় করে পার পাওয়া যায়।

এক সম্রাট গ্রেফতার হলেও সব দপ্তরে এখনও সম্রাট দেখা যায়। ব্যাংক, বীমা ও পুঁজি বাজারের সম্রাট ধরার উদ্যোগ নেই। রাজনৈতিক ছত্র-ছায়ায় বড় বড় অন্যায় ও দূর্নীতির ঘটনা ঘটছে। রাজনৈতিক দল গুলোর মাঝে নীতি নৈতিকতার চর্চা নেই।

দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর সংসদ তৈরি করতে হবে। সংবিধানে পরিবর্তন আনা দরকার এবং রাজনৈতিক ঐক্যমত দরকার বলে তিনি মনে করেন।

১৩ অক্টোবর (রোববার) বিকেলে সুজনের লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দেশের রাজনৈতিক সংস্কারের জন্য সুজনের পক্ষ থেকে ১২ দফা দাবী উথাপন করা হয়।

সুজনের জেলা শাখার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর আসনের সাবেক এমপি মোহাম্মদ উল্যা, হাজির হাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, সুজনের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান, লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিত চন্দ্র পাল, সুজনের সহসভাপতি সুলতান আহমদ।

মুক্ত আলোচনা বক্তব্য রাখেন, এ্যাড: হাফিজুর রহমান, জাকির হোসেন আরজু, এ্যাড: হাছিবুর রহমান, জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, এ্যাড: মাহবুবুল করিম টিপু, আবদুল মজি; রুহুল আমিন মাষ্টার,হাবিবুর রহমান সবুজ,সুলতানা মাসুমা বানু, নুর মোহাম্মদ প্রমুখ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads