• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দুর্নীতি বন্ধ হলে প্রবৃদ্ধি আড়াই শতাংশ বাড়বে: মেনন

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

দুর্নীতি বন্ধ হলে প্রবৃদ্ধি আড়াই শতাংশ বাড়বে: মেনন

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০১৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, 'দুর্নীতি আমাদের সামনে এখন অভিশাপ হয়ে আসছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দুর্নীতি বন্ধ করা গেলে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি আরো আড়াই শতাংশ বেড়ে যাবে।

আজ বুধবার বিকেল ৪টায় ঢাকা জেলার দোহার উপজেলার করম আলীর মোড়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা  করছেন। সেই সঙ্গে তিনি নিজেই বলেছেন যে, আমার উন্নয়নের প্রকল্পগুলো উইপোকায় খেয়ে নিয়ে যায়। এসব দুর্নীতি বন্ধ হলে দেশ আরো এগিয়ে যেত।

মেমন আরো বলেন, এখনো এদেশের চার কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছে।  আমাদের কৃষকদেরা এখনও ফসলের ন্যায্য মূল্য পায় না। ন্যায্য দাম না পেয়ে অভিমানে ধানের ক্ষেতে আগুন দেয় কৃষকরা। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য এখনও দিতে পারেনি সরকার। তাদের ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল বারেকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য কমরেড নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড করম আলী। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আজাহারুল হক, দোহার উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads