• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভেঙ্গে গেল এলডিপি

সংগৃহীত ছবি

রাজনীতি

ভেঙ্গে গেল এলডিপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের নেতারা দলটির সভাপতি অলি আহমদকে বাদ দিয়ে সাত সদস্যের পৃথক সমন্বয় কমিটির ঘোষণা করেছে।

এ সমন্বয় কমিটিতে সাবেক হুইপ ও এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল করিম আব্বাসীকে আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ।

সেলিম বলেন, ‘অলি আহমদের সঙ্গে এখন আর রাজনীতি করা সম্ভব না। তাই আমরা আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে সাত সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছি। আমাকে এ কমিটির সদস্যসচিব করা হয়েছে।’

সমন্বয় কমিটি দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবরের, আব্বাসী ও সেলিমকে বাদ দিয়ে ২০৩ সদস্যের নতুন কমিটি গঠন করেন অলি আহমদ। এলডিপির আগের কমিটিতে আবদুল করিম আব্বাসী সভাপতিমণ্ডলীর সদস্য ও শাহাদাত হোসেন যুগ্ম মহাসচিব সদস্যসচিব করা হয়েছিল।

২০০৬ সালের ২৬ অক্টোবর, অলি আহমদ বিএনপির থেকে বেরিয়ে এসে তখনকার রাষ্ট্রপতি বদরুদ্দৌজা চৌধুরীর দল বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন। তবে এলডিপি গঠনের এক বছরের মধ্যেই অলি আহমদের সঙ্গে দ্বন্দ্বের জেরে বদরুদ্দৌজা চৌধুরীর এলডিপি থেকে আলাদা হয়ে গিয়ে বিকল্প ধারা বাংলাদেশকে পুনর্জীবিত করেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads