• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
২০৪১ সালের মধ্যে ২০তম উন্নত দেশে পরিণত হবো- অর্থমন্ত্রী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিনে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি

প্রতিনিধির পাঠানো ছবি

রাজনীতি

২০৪১ সালের মধ্যে ২০তম উন্নত দেশে পরিণত হবো- অর্থমন্ত্রী

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ইউনাইটেড নেশান, বিশ^ ব্যাংক ও আই এম এফ এর দৃষ্টিতে বিশ্ব মানচিত্রে আমরা একটি ভালো অবস্থানে আছি। গত কয়েক বছর আগে আমাদের এমন অবস্থান ছিলো না। ১০ থেকে ১১ বছর আগে আমরা ৯৮ তম অবস্থানে আছি। আজকে আমরা চলে এসেছি ৩০ তম অবস্থানে। ইন্টার ন্যাশেনাল রিচার্স ফর ইকোনমিক সেন্টার বলছে ২০২৭ সালের মধ্যে ২৪ তম উন্নত দেশ হবে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ২০ তম উন্নত দেশে পরিনত হবে।

আজ রোববার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ জোড় কানন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৮-৯ বছরের মধ্যে দেশের প্রত্যেক পরিবারে কমপক্ষে একজন করে লোক চাকুরী পাবে।

পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইলিয়াস মিয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সারওয়ার, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারিস মিয়া, পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম মিয়াসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads