• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ছাত্রলীগের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে

সংগৃহীত ছবি

রাজনীতি

ছাত্রলীগের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২০

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিষ্ঠার পর ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল। 

এদিকে সংগঠনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- শনিবার সকালে সংগঠনের সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ঢাবির কার্জন হলে কেক কাটার অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। যেখানে সংগঠনটির অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং পরের দিন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। সেই সাথে মঙ্গলবার ঢাবির সোপার্জিত স্বাধীনতা চত্বরে গরিব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads