• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন : আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নোটিশটি পাঠানো হয়।

ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম জানান, পত্রপত্রিকায় আতিকুল ইসলাম নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন এমন সংবাদ দেখে, এটি আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে এই শোকজ চিঠি দেয়া হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে, প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়া। এরপর, নির্বাচনি ক্যাম্পের যে সীমাবদ্ধতা রয়েছে সি আইন ভঙ্গ করা। এছাড়া, কোনো প্রার্থীর পক্ষে সংসদ সদস্য অথবা মন্ত্রী ভোট চাইতে পারবে না। অথচ গতকাল রোববার আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন আতিকুলের পক্ষে ভোট চান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন কি না সে বিষয়ে নজরদারি করতে মাঠে ম্যাজিস্ট্রেট কাজ করছেন। মাঠে নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, গতকালই এসব অভিযোগের বিষয়ে ঢাকা উত্তরের বিএনপি মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উত্তরের রিটার্নিং অফিসার আবুল কাশেমের কাছে লিখিত অভিযোগ করেন। তবে, আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের দাবি, কোনোভাবেই আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads