• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

সংগৃহীত ছবি

রাজনীতি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত ও বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার ওই পদে মনোনয়ন দিয়েছেন তাকে। গতকাল দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলেল ২১তম জাতীয় কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ সাঈদ খোকনকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বদলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠেয় প্রথম নির্বাচনে দক্ষিণের মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। এবারো মেয়র পদে দলীয় মনোনয়ন চাইলেও মনোনয়নবঞ্চিত হন সদ্য সাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই কার্যনির্বাহী সদস্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads