• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আজিজ কমিশনের মতো ইসি হলে চলবে না : মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন

ফাইল ছবি

রাজনীতি

আজিজ কমিশনের মতো ইসি হলে চলবে না : মেনন

  • বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে আজিজ কমিশনের মতো হলে চলবে না। তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

গতকাল মঙ্গলবার বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের সময় এক কোটির বেশি ভুয়া ভোটার তৈরিসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।

এ সময় ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে মেনন বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে নৌকার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে তাতে নৌকার প্রার্থীরা জিতবে। কিন্তু গণজোয়ারের প্রভাব ভোটের বাক্সেও দেখতে চাই। মানুষ ভোট থেকে যাতে মুখ ফিরিয়ে না নেয় সেই ব্যবস্থা করতে হবে। রংপুরের ২২% ভোট কাস্টের মতো নির্বাচন কেউ চায় না।’

সমাবেশে ধানের ন্যায্য দাম দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আসন্ন বোরোর সময় কৃষক যদি ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয় তাহলে দেশে কৃষক ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং পোলিট ব্যুরোর সদস্য ও সংসদ সদস্য মোস্তফা লুতফুল্লাহসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads