• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সংগঠন করতে হলে সাংগঠনিক হতে হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

কালীগঞ্জ উপজেলা আ’লীগ আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানের আলোকচিত্র।

প্রতিনিধিল পাঠানো ছবি

রাজনীতি

সংগঠন করতে হলে সাংগঠনিক হতে হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সংগঠন করতে হলে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আগাতে হবে এবং সাংগঠনিক হতে হবে।

শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে গাজীপুর জেলা আ’লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক ২০১৯-এ ভূষিত হওয়ায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কার্য নির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধণার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্যকালে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, রাজনীতি করতে এলে যে নেতারা নিজেদের আখের গোছায় সেই নেতারা রাজনীতির মাঠে বেশি দিন টিকে থাকতে পারে না। কাজেই রাজনীতি করতে হলে কর্মীবান্ধব নেতা হতে হবে।

কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরীর পরিচালনায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুুুজ এমপি। এতে অন্যদের মধ্যে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads