• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিএনপির বিক্ষোভ আদালতের বিরুদ্ধে : কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

বিএনপির বিক্ষোভ আদালতের বিরুদ্ধে : কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ফেব্রুয়ারি ২০২০

বিএনপি যে বিক্ষোভের ডাক দিয়েছে তা আদালতের বিরুদ্ধে, এটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার ও বিচার বিভাগকে গুলিয়ে ফেলছে। খালেদা জিয়ার আদেশ দিয়েছেন আদালত, আর বিএনপি আদালতের বিরুদ্ধেই বিক্ষোভের ডাক দিয়েছে। যা খুবই দুঃখজনক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে টার্গেট অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইতিমধ্যে যাদের নাম এসেছে তারা নজরদারিতে রয়েছেন।

বিদ্যুতের দাম খুব বেশি বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাকে আরো টেকসই করতে এ সাময়িক দুর্ভোগ মেনে নিতে হবে জনগণকে। পানির উৎপাদন ব্যয় মেটানোর জন্যই সামান্য দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।  এ সময় এক প্রশ্নের উত্তরে দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads