• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিএনপির দায়িত্ববোধ বলে কিছু নেই : নাসিম

ছবি: সংগৃহীত

রাজনীতি

বিএনপির দায়িত্ববোধ বলে কিছু নেই : নাসিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২০

বিএনপির দায়িত্ববোধ বলে কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১০ই মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির দায়িত্ববোধ বলে কোনো কিছু নেই, যে কোনো বিষয়ে বিএনপি নেতিবাচক ভূমিকা রাখে। এ জন্য তাদের বর্তমান পরিস্থিতি এ রকম।’

নাসিম বলেন, বিএনপির ভুলের রাজনীতির কারণেই তাদের নেতার মুক্তির জন্য সরকারের কাছে কাকুতি-মিনতি করতে হয়। কোনো দলনেতার মুক্তির জন্য কাকুতি-মিনতি করার ইতিহাস বাংলাদেশে নেই’

বিএনপি নেতাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন– করোনাভাইরাসের কথা নাকি লুকিয়ে রাখা হয়েছে। এটি একটি হাস্যকর ও দায়িত্বহীন বক্তব্য। বিএনপি যে কতটা দায়িত্বহীন একটি দল, তারা যে কতটা হীনমন্যতায় ভোগে, বিএনপি যে দেউলিয়া হয়ে গেছে তাদের মহাসচিবের এ বক্তব্যই তার প্রমাণ।

তিনি বলেন, আমাদের নেত্রী যখন জেলে ছিলেন, আমরা রাজপথে লড়াই-সংগ্রাম করেছি, মার খেয়েছি; কিন্তু কারও কাছে কোনো দিন কাকুতি-মিনতি করিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads