• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
 সরকারের প্রণোদনা, ইতিবাচক বলছে বিএনপি

সংগৃহীত ছবি

রাজনীতি

সরকারের প্রণোদনা, ইতিবাচক বলছে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা দেয়ার পদক্ষেপে বিএনপি কিছুটা আশ্বস্ত হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার এক অনলাইন বিফিংয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছে, তাতে আমরা আশ্বস্ত হয়েছি। কারণ তিনি জনগণের মতামতকে কিছুটা গুরুত্ব দিতে শুরু করেছেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা যে বিষয়টি উল্লেখ করেছি প্রধানমন্ত্রী সে বিষয় সম্পর্কে কোনো কথা বলেননি। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের সংখ্যা দেশে অনেক বেশি। তাদের নিয়ে তেমন কিছু তিনি বলেননি। বাংলাদেশ পোশাক শিল্পে ১৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার বিষয়ে বলেছি। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি।

তিনি আরও বলেন, পরীক্ষার বিষয়ে স্বাস্থ্যখাত যে কথা বলছে তাতো বাস্তবে হচ্ছে না। দেখা যাচ্ছে মানুষ যেখানে যায়, সেখানে মানুষকে বলা হয় পরীক্ষা হবে না। ভেন্টিলেটর আরও বেশি করে আনা প্রয়োজন ছিল, কিন্তু সরকার প্রধান সে বিষয়ে কোনো সুস্পষ্ট কথা বলেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads