• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দেশে চাল চুরির উৎসব চলছে : ফখরুল

সংগৃহীত ছবি

রাজনীতি

দেশে চাল চুরির উৎসব চলছে : ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশে চাল চুরির মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলেনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, চাল চুরির এই ঘটনা বঙ্গবন্ধুর শাসনের আমলের কথা মনে করিয়ে দেয়। 'সবাই পায় সোনার খনি আমরা পেয়েছি চোরের খনি'-বলেছিলেন বঙ্গবন্ধু।

মির্জা ফখরুল বলেন, সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বর্তমান পরিস্থিতিকে যে তারা গুরুত্ব দিচ্ছেন তা মনে হয় না। করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।

এদিকে ত্রাণ সহায়তা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ন্যস্ত করার দাবি জানান তিনি এবং ওএমএসএর চাল সুষ্ঠুভাবে বিক্রি করার আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads