• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মালিকদের স্বার্থেই বাস ভাড়া বাড়ানো হয়েছে: মির্জা ফখরুল

ফাইল ছবি

রাজনীতি

মালিকদের স্বার্থেই বাস ভাড়া বাড়ানো হয়েছে: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুন ২০২০

বাস মালিকদের স্বার্থেই ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'এটা অমানবিকতা। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়িয়েছে? মালিকদের স্বার্থে। মালিকদের আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।'

করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকে সরকারের সব পদক্ষেপই ভুল ছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 'বারবার করে বিশেষজ্ঞরা বলছেন এবং তাদের নিয়োজিত পরামর্শক কমিটিই বলেছে, আরও কিছু দিন নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বলেছেন।'

মির্জা ফখরুল বলেন, 'ট্রেন, বাস, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে। বাংলাদেশে গণপরিবহন এই ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আরও সময় নিতে পারত।'

এর মাধ্যমে জনগণকে মহা বিপদের দিকে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ, বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা এবং স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাসহ সরকার বাসভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে। বাড়তি ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে। এই ভাড়ার হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads