• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

রাজনীতি

৩০ ডিসেম্বর ভোটাধিকার হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি : ফখরুল

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২০

৩০শে ডিসেম্বর জনগণের ভোটাধিকার হত্যা দিবস পালন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে কালীবাড়িস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, শুধু আমরা নই, সারা বাংলাদেশের মানুষ সবাই খুব ভালো করে জানে ২০১৮ সালে যে জাতীয় নির্বাচন যেটি হওয়ার কথা ছিলো, সেটি ২৯ ডিসেম্বর রাতেই হয়ে গেছে। আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে সেদিন। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা সেটি প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরো বলেন, আমরা এরই মধ্যে দেখেছি করোনার শুরুতে স্বাস্থ্য বিভাগকে দিয়ে কী দুর্নীতি করা হয়েছে। করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে যে চুক্তি হয়েছিলো সেখানে দুর্নীতির ফলে বর্তমানে কারাগারে রিজেন্টের মালিক। কিন্তু যে মন্ত্রী বা সচিব সেই চুক্তি করেছিলেন, তাদের কোনো জবাব দিতে হয়নি। মূলত বিষয়টি হচ্ছে যে সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা না থাকে, পার্লামেন্টে যখন কোনো দুর্নীতির জন্য কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না, তখন তো সে দেশে এই দুর্নীতিটাই স্বাভাবিক।

মির্জা ফখরুল আরো বলেন, সমগ্র পৃথিবীর মানুষ যখন এই করোনার টিকাকে তারা কিভাবে বিতরণ করবে, কাদের আগে দিবে বা পরে দিবে, কী টাকা লাগবে না লাগবে, এসব নিয়ে আলোচনা করছে। সে সময় কিন্তু আমাদের দেশের সরকার এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলতে পারেনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads