• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

শিশুদের ফেসবুক বন্ধের আহ্বান

  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০১৮

শিশুদের ব্যবহারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটি অ্যাপ তৈরি করেছে। তবে এ অ্যাপটি প্রত্যাহার করে নিতে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন একশো জনেরও বেশি শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞদের বক্তব্য, এটি দায়িত্বহীন একটি পদক্ষেপ,যা শিশুদের মধ্যে ফেসবুকের ব্যবহার বাড়াবে। কারণ এসব শিশুরা এখনো সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য উপযুক্ত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যম ব্যবহার করতে গিয়ে ডিজিটাল যন্ত্রপাতির অতিরিক্ত ব্যবহার শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অনলাইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই ওই অ্যাপটি তৈরি করা হয়েছে।

ঢাকার একজন অভিভাবক শিখা রহমান বলছেন, ‘এখনকার বাচ্চারা এতটাই বেশি জানে যে, তাদের সাথে পুরোপুরি পেরে ওঠা যায় না। ওরা হয়তো মোবাইলে কিছু করছে বা দেখছে, যখনি আমি সেটা দেখতে যাই, সাথে সাথে বন্ধ করে দেয়। অথবা আমাকে গেম বের করে দেখায়। কিন্তু ও হয়তো অন্যকিছু দেখছিল, কিন্তু আমার তো সেটা বোঝার উপায় নেই। এ নিয়ে আমরা খুবই টেনশনে থাকি।’

সূত্রঃ বিবিসি বাংলা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads