• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিজ্ঞান ও প্রযুক্তি

আঙুলের ইশারায় চলবে আইফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৮

ডেস্ক রিপোর্ট

টাচের মাধ্যমে নয়, আঙুলের ইশারাতেই নিয়ন্ত্রণ করা যাবে ভবিষ্যতের আইফোন। অ্যাপল বর্তমানে এমনই এক প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেকটা থ্রিডি জেসচার ধরনের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে টাচবিহীন নিয়ন্ত্রণের জন্য। এর মাধ্যমে ফোনের ওপর শুধু আঙুলের নাড়াচাড়ার মাধ্যমে ফোন নিয়ন্ত্রণ করা যাবে। এজন্য ডিসপ্লের ওপরের অংশে সেন্সর ব্যবহারের পরিবর্তে ডিসপ্লেতেই প্রয়োজনীয় প্রযুক্তি যুক্ত করা হবে। এর পাশাপাশি স্মার্টফোনটিতে ব্যবহার করা হতে পারে বাঁকানো ডিসপ্লে।

তবে অ্যাপলের এ দুটি প্রযুক্তিই এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে। ব্লুমবার্গের দেওয়া তথ্যমতে, আগামী দুই বছরের মধ্যে এই প্রযুক্তির আইফোন বাজারে আসার তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads