• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নির্বাচনে হস্তক্ষেপ বন্ধ করতে ফেসবুকের নতুন উদ্যোগ

ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

নির্বাচনে হস্তক্ষেপ বন্ধ করতে ফেসবুকের নতুন উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ মে ২০১৮

ফেসবুক ব্যবহার করে বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপ বন্ধ করতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এ জন্য সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক আটলান্টিক কাউন্সিলের ডিজিটাল ফরেনসিক রিসার্চ ল্যাবের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। কোনো দেশের নির্বাচনকে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করে কোনো ভুয়া খবর কিংবা অন্য কোনো তথ্য ছড়ানো হচ্ছে কি না সেটি নজরদারি করবে আটলান্টিক কাউন্সিল।

সম্ভাব্য হুমকি এবং নির্বাচন প্রভাবিত করে এমন ক্যাম্পেইন শনাক্ত করতে ফেসবুকের সিকিউরিটি টিম, পলিসি টিম এবং প্রোডাক্ট টিমের সঙ্গে কাজ করবেন আটলান্টিক কাউন্সিলের গবেষকরা।

এ বিষয়ে জাকারবার্গ এর আগে বলেছিলেন, ‘আর কোনো নির্বাচনে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে এটা নিশ্চিত করা আমাদের জন্য খুবই জরুরি।’

মার্কিন কংগ্রেসের সামনে দেওয়া বক্তব্যে জাকারবার্গ তখন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফেসবুক কেমন প্রভাব ফেলে সেটি নির্ধারণ করা এবং আমাদের পরবর্তী নীতিমালা সম্পর্কে অবহিত করা।’

জাকারবার্গ আরো বলেন, ‘এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ২০১৮ সালে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আর কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে।’

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অধিক জোর দিচ্ছে। নির্বাচনকালীন ব্যবহূত বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলো ব্যবহার করার জন্যও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করছে ফেসবুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads