• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
এক দিনেই ফেসবুকের বাজারমূল্য কমেছে ১২ হাজার কোটি ডলার

এক দিনের ব্যবধানেই ১২ হাজার কোটি ডলারের বেশি বাজারমূল্য কমেছে ফেসবুকের

ছবি : সংরক্ষিত

সোশ্যাল মিডিয়া

এক দিনেই ফেসবুকের বাজারমূল্য কমেছে ১২ হাজার কোটি ডলার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয়ের প্রত্যাশা পূরণ না হওয়ায় শেয়ারবাজারে বড় ধাক্কা খেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মাত্র এক দিনের ব্যবধানেই ১২ হাজার কোটি ডলারের বেশি বাজারমূল্য কমেছে প্রতিষ্ঠানটির। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে লেনদেন শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকের শেয়ারের দর ২০ শতাংশের বেশি কমে ১৭২ ডলারে নেমে এসেছিল। যদিও দিন শেষে আবারো বেড়ে ২১৭ দশমিক ৫০ ডলারে গিয়ে লেনদেন শেষ হয়।

ফেসবুক জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে ব্যবহারকারী বেড়েছে মাত্র ১ দশমিক ৫৪ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৩ দশমিক ১৪ শতাংশ। এছাড়া প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, এমন ব্যবহারকারীর সংখ্যাও কমেছে দ্বিতীয় প্রান্তিকে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের আয় ৪২ শতাংশ বেড়ে ১৩ দশমিক ২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যদিও বাজার বিশ্লেষকদের ধারণা ছিল রাজস্ব আয়ের পরিমাণ ১৩ দশমিক ৩৬ ডলার ছাড়িয়ে যাবে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদের কথায় চিন্তার ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের কপালে। কর্মকর্তারা বলছেন, কঠোর গোপনীয়তা আইন, বিজ্ঞাপনে নতুনত্ব না থাকা এবং আরো কিছু কারণে আয় কমতে পারে। মূলত এরপর থেকেই শেয়ারের দর পড়তে শুরু করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads