• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নিজস্ব শপিং অ্যাপ বানাচ্ছে ইনস্টাগ্রাম

নিজস্ব শপিং অ্যাপ বানাচ্ছে ইনস্টাগ্রাম

ছবি : ইন্টানেট

সোশ্যাল মিডিয়া

নিজস্ব শপিং অ্যাপ বানাচ্ছে ইনস্টাগ্রাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

নিজেদের একটি স্বতন্ত্র শপিং অ্যাপ বানাতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক মালিকানাধীন অ্যাপলিকেশন ইনস্টাগ্রাম। ‘আইজি শপিং’ শপিং শীর্ষক এই অ্যাপটিতে নিজস্ব ব্যবহারকারীদের সুযোগ বাড়াতে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ফলো করতে চাচ্ছে এমন শত কোটি ব্যবহারকারীর জন্য নতুন এই পদক্ষেপ গ্রহণ করেছে ছবি শেয়ার করার এই প্ল্যাটফর্মটি।

যদিও চলতি বছরেই ইনস্টাগ্রাম স্টোরিজ থেকে ব্যবহারকারীদের কেনাকাটা করতে দেওয়ার একটি অ্যাপ চালু করেছিল ইনস্টাগ্রাম। এই বিষয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২ কোটি ৫০ লাখেরও বেশি অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে, যার মধ্যে ২০ লাখই হচ্ছে বিজ্ঞাপনদাতা। ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শার্লে সেন্ডবার্গ বলেন, ইনস্টাগ্রামে প্রতি ৪-৫ জন ব্যবহারকারী অন্তত একটি ব্যবসায়িক আইডি ফলো করেন। তাই আমরা এমন একটি শপিং অ্যাপ বানাতে চাই যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অ্যাপটিকে তাদের জন্য নির্ধারিত প্ল্যাটফর্ম মনে করতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads