• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মেসেঞ্জারে এলো ডার্ক মোড

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

মেসেঞ্জারে এলো ডার্ক মোড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ মার্চ ২০১৯

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে চালু হয়েছে ডার্ক মোড। পরীক্ষামূলক অবস্থায় থাকলেও অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য এটি চালু করা হয়েছে।

গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডার্ক মোড চালুর ঘোষণা দেয়। কিন্তু সেই ঘোষণার চার মাস পর কয়েকটি দেশের কয়েকজন ব্যবহারকারী জানান তারা ফিচারটি পেয়েছেন। মূলত সেটা দিয়ে পরীক্ষা চালিয়েছে ফেসবুক। তবে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে কি না সে ব্যাপারে এখনো কিছু জানায়নি ফেসবুক।

ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড। এ ছাড়া স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি। ফলে ডার্ক মোড চালু করায় এখন ব্যাটারি সাশ্রয় করা সম্ভব হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads