• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

সোশ্যাল মিডিয়া

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য আবারো উন্মুক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৯

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আবারো উন্মুক্ত হয়ে পড়েছে। অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সার্ভারের মাধ্যমে ইন্টারনেটে উন্মুক্ত অবস্থায় দুটি বিশাল ডাটাসেট খুঁজে পেয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম আপগার্ডের বিশেষজ্ঞরা। তারা জানান, এসব ডাটা সংগ্রহ করে আপলোড করেছে দুটি থার্ডপার্টি অ্যাপ ডেভেলপার, যারা অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে।

আপগার্ড জানিয়েছে, মেক্সিকোভিত্তিক কালচারা কালেক্টিভা নামের অ্যাপ আপলোড করেছে ৫৪ কোটি তথ্য। সংরক্ষণে রাখা ডাটার মধ্যে আছে অ্যাকাউন্টের নাম, ই-মেইল ঠিকানা, রিঅ্যাকশন ও ফেসবুকে পোস্ট করা কমেন্ট।

অ্যাট দ্য পুল নামের আরেকটি অ্যাপ আপলোড করেছে আরেক সেট ডাটা। সেখানে আপলোড করা হয়েছে ব্যবহারকারীদের বন্ধু তালিকা, কী কী মুভি দেখেছে সেটার তালিকা, গানের তালিকা, ইভেন্টের তালিকা, ফেসবুক গ্রুপ তালিকা, চেক ইন তালিকা ও ২২ হাজার পাসওয়ার্ডের তালিকা। আপগার্ড জানিয়েছে, ফেসবুক ছাড়া এই দুটি ডাটা সেটের কোনো অস্তিত্বই থাকত না।

তবে ডাটা সেটগুলো এখন আর ফেসবুকের নিয়ন্ত্রণে নেই। অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সার্ভিসে কয়েক লাখ ছোট-বড় কোম্পানি তাদের তথ্য সংরক্ষণ করে। তাদের সেবাটি পরিচিত সিম্পল স্টোরেজ সার্ভিস (এস৩) নামে। ডাটা গোপন রাখতে এস৩-এর একটি ডিফল্ট সেটিং হচ্ছে ‘বাকেটস’। তবে গ্রাহকরা চাইলে সেটিংসে পরিবর্তন এনে সবার জন্য এসব ডাটা উন্মুক্ত করে দিতে পারে।

গত জানুয়ারিতেই আপগার্ড অ্যামাজনকে একটি ডাটাসেট উন্মুক্ত হয়ে পড়ার ব্যাপারে সতর্ক করে। অ্যামাজন তখন জানায়, এ ব্যাপারে অ্যাকাউন্টের মালিককে জানানো হয়েছে। তারপরও গত বুধবারের আগে সেটিংসে পরিবর্তন আসেনি। সংবাদমাধ্যম ব্লুমবার্গ আপগার্ডের অনুসন্ধানের ব্যাপারে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করলে তবেই ঠিক হয় সেটিংস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads