• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

ফাইল ছবি

সোশ্যাল মিডিয়া

টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৯

চীনের সামাজিক মাধ্যম ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের একটি আদালত। কোনো বিতর্কিত ভিডিও অ্যাপটিতে আপলোড করা হবে না এমন শর্তে বুধবার আগের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আদালত।

বিচারপতি এন কিরুবকরন ও এস এস সুন্দর টিকটককে সতর্ক করে বলেন, শর্ত ভঙ্গ করা হলে আদালতের অবমাননা বলে বিবেচিত হবে।

এক বিবৃতিতে টিকটক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে তারা নিরাপদ ফিচার তৈরিতে অঙ্গীকারাবদ্ধ।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মাদ্রাজ হাইকোর্ট টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানোর আশংকা করে আদালত।

নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে অ্যাপের মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। নিষেধাজ্ঞা তুলে নিতে সুপ্রিম কোর্টে আবেদন করে বাইটড্যান্স। কিন্তু মামলাটি তামিল নাড়ু রাজ্যের হাইকোর্টে স্থানান্তর করা হয়।

খুব শিগগিরই অ্যাপল ও গুগল অ্যাপটি পুনরায় চালু করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads