• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফেসবুকে টিকটকের মতো ফিচার

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

ফেসবুকে টিকটকের মতো ফিচার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ মে ২০১৯

জন্মদিন উদযাপন আরো মজাদার করতে স্টোরিজে নতুন ফিচার এনেছে ফেসবুক। সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক বলছে, নতুন ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা তাদের জন্মদিন উদযাপন করতে ডিজিটাল বার্থডে কার্ড, ছবি এবং ভিডিও যুক্ত করতে পারবেন।
আসলে ফিচারটি কিছুটা টিকটকের মতো কাজ করবে। সেখানে চাইলে কোনো ব্যক্তি ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন। মিউজিক যুক্ত করতে পারবেন।
এখন ফেসবুক স্টোরিজের অন্তত ৫০ কোটি ব্যবহারকারী রয়েছেন।
বিশ্বব্যাপী এই ‘বার্থডে স্টোরিজ’ ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বন্ধুরা তার বন্ধু, পরিবার এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে জন্মদিনের ডিজিটাল কার্ড, ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন বলে জানান ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জিহান ডামজি।
এটি ব্যবহার করতে হলে ফেসবুকের দেখানো জন্মদিনের নোটিফিকেশনে ট্যাগ করতে হবে। তখন সেখানে ভিডিও তৈরি বা ভিডিও, ছবি যুক্ত করতে বলবে। সেটা যুক্ত করলে সেখানে ডিজিটাল কার্ড তৈরি হয়ে যাবে। এমনকি সঙ্গে সঙ্গে ফেসবুকের পক্ষ থেকে একটা জন্মদিনের শুভেচ্ছাও পাবেন ব্যবহারকারীরা।
এমনকি ব্যবহারকারী চাইলে ‘হ্যাপি বার্থডে’ সাউন্ড ট্র্যাকের কোনো মিউজিকও যুক্ত করতে পারবেন।
তখন চাইলে সেটা দিয়ে স্লাইড স্টোরিও তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে বলে ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads