• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বন্ধ হচ্ছে ইনস্টাগ্রামের মেসেজিং অ্যাপ

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

বন্ধ হচ্ছে ইনস্টাগ্রামের মেসেজিং অ্যাপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ মে ২০১৯

ইনস্টাগ্রামের নিজস্ব মেসেজিং অ্যাপ ‘ডিরেক্ট ফ্রম ইনস্টাগ্রাম’ বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই অ্যাপটি বন্ধ হয়ে যাবে।

বিশ্বের সব দেশের ব্যবহারকারীদের কাছে মেসেজিং অ্যাপটি এখনো পৌঁছায়নি। তার আগেই এর সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষক ম্যাট নাভারা তার টুইটার অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম থেকে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে লেখা, ডিরেক্ট মেসেজের সাপোর্ট আমরা বন্ধ করে দিচ্ছি। তবে পুরনো মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামের মূল অ্যাপে পৌঁছে যাবে। তাই আপনাদের কিছু করতে হবে না। তবে অ্যাপটি কেন বন্ধ করে দেওয়া হচ্ছে তা জানা যায়নি।

অ্যাপটি সর্বপ্রথম উন্মোচন করা হয় ২০১৭ সালের ডিসেম্বরে। প্রথম অবস্থায় এর সঙ্গে স্ন্যাপচ্যাটের বেশ মিল ছিল। অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো, ক্যামেরা চালু করে ছবি তুলে তাতে নানা ফিল্টার যোগ করে সেটা বন্ধুদের পাঠানো যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads