• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি আসছে চলতি মাসেই

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি আসছে চলতি মাসেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এমন খবর বেশ পুরোনো। এবার জানা গেল ফেসবুকের এ মুদ্রাব্যবস্থা চালু হচ্ছে চলতি মাসেই। এ মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হতে পারে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

ফেসবুকের ‘প্রোজেক্ট লিব্রা’র মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির উন্নয়ন করছে যা মাধ্যমটিতে লেনদেনের জন্য ব্যবহার হবে। এর মাধ্যমে যেকোনো দেশ থেকেই লেনদেন করা যাবে। এটি ব্যবহার করা যাবে কেনাকাটার কাজেও।

এর মাধ্যমে মাধ্যমটি তার মার্চেন্টদের বোনাস দেওয়ার মতো কাজ করবে এবং এর সঙ্গে খাপ খাওয়াবে। এ ছাড়াও এর সঙ্গে জড়িত কর্মীরা চাইলে তাদের বেতনও ক্রিপ্টোকারেন্সি বা এই ভার্চুয়াল মুদ্রায় নিতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।

এই ভার্চুয়াল মুদ্রা ফেসবুকের সিকিউরিটি ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। বিটকয়েনের মতো এই মুদ্রা অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও লেনদেন সুবিধা বাড়াতে সহায়তা করবে বলে। প্রথাগত মুদ্রায় ফেসবুকের পার্টনারদের বার্ষিক অন্তত এক কোটি ডলার তৃতীয় কোনো পক্ষের হাতে দিতে হয়। কিন্তু এটি চালু হলে ফেসবুক পার্টনাররা সেই অর্থ সাশ্রয় করতে পারবে বলে জানিয়েছে ফেসবুক।

এর আগে এক সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, এমনও হতে পারে, ব্লকচেইন প্রযুক্তি দিয়ে ফেসবুকে লগইন করতে হবে।

যদি তার কথা সত্যি হয়, তবে ফেসবুক ব্যবহারে অর্থ গুনতে হবে। মার্চের হিসাবে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী ২৩৮ কোটি। তাদের জন্যই ফেসবুক এই ক্রিপ্টোকারেন্সি আনছে।

প্রতিষ্ঠানটির আনা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার নাম লিব্রা রাখা হতে পারেও ধারণা করা হচ্ছে। কারণ, কিছুদিন আগেই জেনেভাতে লিব্রা নেটওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান খুলেছে ফেসবুক।

সুইজারল্যান্ডে খোলা ওই প্রতিষ্ঠান অবশ্য রয়েছে আয়ারল্যান্ডের ফেসবুক গ্লোবাল হোল্ডিংস ২-এর মালিকানায়। লেনদেন, ব্লকচেইন, অ্যানালিটিকস, বিগ ডাটা এবং পরিচয় ব্যবস্থাপনার মতো ক্রিপ্টোকারেন্সি বিষয়ক সফটওয়্যার ও হার্ডওয়্যার বানাতে কাজ করবে লিব্রা নেটওয়ার্কস।

এর আগে গত ফেব্রুয়ারিতে জানা গেছে, ফেসবুক তাদের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে ব্যবহারের জন্য ভার্চুয়াল মুদ্রা আনতে ৫০ সদস্যের দল গঠন করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads