• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘জনস্বাস্থ্যের জন্য বিপদ’ ডেকে আনছে ফেসবুক

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়া

‘জনস্বাস্থ্যের জন্য বিপদ’ ডেকে আনছে ফেসবুক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০২০

কোভিড-১৯ সংকট চলাকালীন সময়ে ফেসবুকে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য প্রচার জনস্বাস্থ্যের জন্য ‘বড় হুমকি’ হয়ে দাঁড়িয়েছে বলে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, গত বছর ফেসবুকে স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য প্রায় ৩.৮ বিলিয়ন বার দেখা হয়েছে।

স্বেচ্ছাসেবী গোষ্ঠী আবাজ এ গবেষণা কর্মটি পরিচালনা করেছে।

এতে তারা দেখিয়েছে, স্বাস্থ্য সম্পর্কিত পাবলিক পেজগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণে ভুল তথ্য প্রচার করা হয়েছে বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।

ফেসবুকে থাকা স্বাস্থ্য সম্পর্কিত পেজগুলোর ৪২টিতে প্রায় ২৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে পরিচালিত পেজগুলোর ওপর এ গবেষণা করা হয়েছে।

আবাজ ক্যাম্পেইনের পরিচালক ফাদি কোরআন বলেন, ‘ফেসবুকের অ্যালগরিদম জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

তবে, ফেসবুক বলেছে গবেষণায় যেসব তথ্য পাওয়া গেছে তাতে তাদের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিফলন ঘটেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads