• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছে স্বাগতিকরা

বাংলাদেশের খবর

ফুটবল

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০১৭

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত প্রতাপে দেখা গেছে বাংলাদেশের কিশোরীদের। কোন প্রতিপক্ষই তেমন পাত্তা পায়নি। গোল ব্যবধান কম হলেও ফাইনালের চিত্রও দাপুটে। রোববার সাফ অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশীপে দুরন্ত এক বাংলাদেশকেই দেখল সবাই। যেখানে রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

সবচেয়ে মজার বিষয়, টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। একটি গোলও হজম করেনি কিশোরীরা। উল্টো চার ম্যাচে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে তারা গুণে গুণে ১৩বার। কী দারুণ পারফরম্যান্স।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের জয়ের কারিগর শামসুন্নাহার। ৪১ মিনিটে তিনি করেন ম্যাচের একমাত্র গোল। ডান দিক দিয়ে আক্রমণে উঠে তার বাড়ানো বলে আনুচিংয়ের শট ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে ফেরে। এরপরই তার নিখুত লক্ষ্যভেদ। গোওওল। দ্বিতীয়ার্ধে গোল হয়নি। তবে ভারতের রক্ষণে বারবার হামলা চালিয়েছে মেয়েরা। শেষ বাঁশি বাজার পর শিরোপা জয়ের উল্লাসে মাতে তহুরা, শামসুন্নাহারা।

সাফের মূল আসরে এই ভারতের কাছে হেরে গত বছর শিলিগুড়িতে শিরোপা জেতা হয়নি। এবার বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ নিলো প্রতিশোধ। লিগ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল নেপালকে। পরের দুই ম্যাচে ৩-০ গোলে ভুটান ও ভারতকে হারায় স্বাগতিক শিবির। ফাইনালে সেই ভারত বধ বাংলার কিশোরীদের দাপটে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads