• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ফুটবল

আর্জেন্টিনা দলে হিগুয়েইন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৮

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে থাকলেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ৩২ দলের কোচ। গুরুত্ব দিচ্ছেন প্রীতি ম্যাচের। তেমনি রাশিয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্পেন ও ইতালির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষনা করেছেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি। স্কোয়াডে ডাক পেয়েছেন জুভেন্টাস তারকা গঞ্জালো হিগুয়েইন। গত সেপ্টেম্বরের পর জাতীয় দলে ডাক পেলেন তিনি। সাম্পাওলি কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মেসির পাশে জায়গা পেলেন জুভেন্টাস তারকা। তবে চোটের কারণে বাদ পড়েছেন জুভেন্টাসের আরেক তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা ও ইন্টার মিলান ফরোয়ার্ড মাউরো ইকার্দি। ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মার্চ ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চার দিন পর আতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানে স্পেনের বিপক্ষে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা স্কোয়াড

গোল রক্ষকঃ    সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজম্যান (টাইগার্স), উইফ্রোড কাবায়েরো (চেলসি)।

ডিফেন্ডারঃ       ফেদেরিকো ফাজিও (রোমা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), রামিরো ফুনেস মরি (এভারটন),  নিকোলাস ওতামেন্ডি (ম্যানচেস্টার সিটি), মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), এদুয়ার্দো সালভিও (বেনফিকা) নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া)

মিডফিল্ডারঃ     হাভিয়ের মাসচেরানো (চায়না হোবেই ফরচুন), লিয়ান্দ্রো পারেদেস (জেনিত সেন্ট পিটার্সবার্গ), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), জিওভানি লো চেলসো (প্যারিস সেন্ট জার্মেই), লুকাস বিগলিয়া (এসি মিলান), অ্যাঙ্গেল ডি মারিয়া (প্যারিস সেন্ট জার্মেই), এভার বনেগা (সেভিয়া)।

ফরোয়ার্ডঃ       দিয়েগো পেরোত্তি (রোমা), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads