• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

খেলা

বল টেম্পারিং কেলেংকারিতে পদ ছাড়লেন স্টিভ-ওয়ার্নার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ মার্চ ২০১৮

বল টেম্পারিং কেলেংকারির জেরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ ছেড়ে দিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাদের পদত্যাগের খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল কেপটাউন টেস্টের তৃতীয় দিন ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিংয়ের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এর একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সারা ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়।

তুমুল বিতর্কের বিপরীতে কালই সংবাদ সম্মেলনে পুরো অপরাধ স্বীকার করে নেন স্মিথ। তিনি জানান, টেস্ট জিততে মরিয়া হয়ে এই কান্ড ঘটিয়েছে তাঁর দল। ভবিষ্যতে তাঁর নেতৃত্বে এমনটা আর হবে না বলেও আশস্ত করেন তিনি। কিন্তু বিধি বাম। ঘটনার রেশ থাকতে থাকতেই নেতৃত্বই ছেড়ে দিতে হলো এই ব্যাটসম্যানকে। একই কেলেংকারিতে পদ ছাড়তে হলো তাঁর ডেপুটি ওয়ার্নারকেও।

বল টেম্পারিংয়ের দায়ে টেস্ট চলার মাঝপথেই অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার ঘটনা বিরল। সিরিজ শেষে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ ভবিষ্যৎ অধিনায়ক ঠিক করবে। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনার পর ওরা এই টেস্টের বাকি সময়ের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের নিজ নিজ পদ ছেড়ে দিতে রাজি হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads