• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

খেলা

জার্মানিকে হারিয়ে স্বস্তিতে ব্রাজিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে বার্লিনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীকে ১-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। ব্রাজিলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস। তার হাত ধরেই গোলের দেখা পায় ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার দুঃসহ স্মৃতি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারলো সেলেসাওরা।

জেসুসের প্রথমার্ধের গোলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৭২ হাজার ৭১৭ জন শক্তিশালী জার্মান সমর্থক কিছুটা হলেও থমকে যায়। ২০১৬ সালের ইউরোর সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হবার ২২ ম্যাচ পরে জার্মানরা হারের তিক্ত স্বাদ পেল। এদিকে অধিনায়ক জেরম বোয়াটেং গোঁড়ালির ইনজুরিতে পড়ে ৬৮ মিনিটে মাঠ ত্যাগ করতে বাধ্য হলে বিশ্বকাপের আগে দলের রক্ষনভাগ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। ব্রাজিলের কোচ তিতের জন্য অবশ্য ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল। তাই জার্মানীর কাছে ঘরের মাঠের হতাশাজনক পারফরমেন্সকে পিছনে ফেলে তিতে এখন দলকে পুনর্জীবিত করার কাজ করছেন।

ম্যাচ শেষে ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, ‘এটা কিছুটা হলেও আমাদের অস্তিত্বের লড়াই ছিল। এই জার্সিটা মনে হয় আরো কিছুটা শ্রদ্ধা আশা করতেই পারে। এ কারনেই বড় একটি প্রতিপক্ষের বিপক্ষে জয়ী হয়ে আমি একটু বেশী আবেগী হয়ে গিয়েছিলাম।’
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানী এই নিয়ে শেষ চারটি ম্যাচে জয়ের দেখা পেলো না। আগের তিন ম্যাচে ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের বিপক্ষে তারা ড্র করেছিল। ম্যাচ প্রসঙ্গে লো বলেন, ‘এটা প্রত্যাশিত ছিল যে ব্রাজিল তাদের সেরা দল নিয়েই মাঠে নামবে। তারা সত্যিকার অর্থেই বেশ উজ্জীবিত ছিল। আজকের দিনটা আমাদের ছিলনা। আমরা অনেক ভুল করেছি যে কারনে ব্রাজিল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আমাদের দলে বেশ কয়েকজন তরুন খেলেছে, যারা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে। অন্যদিক থেকে বললে আমাদের শারিরীক ভাষাও সঠিক ছিলনা।’

এদিকে পায়ের ইনজুরির কারনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখনো দলের বাইরে রয়েছে। হেড কোচ তিতে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি থেকে শুধুমাত্র ডগলাস কস্তার স্থানে ফার্নান্দিনহোকে নামিয়েছিলেন। পিঠের ইনজুরির কারনে সামি খেদিরা বাদ পড়লে স্বাগতিকদের নেতৃত্বে ছিলেন বোয়াটেং। ম্যাচের শুরুতে বোয়াটেংই ব্রাজিলের প্রথম সুযোগটি রুখে দেন। পলিনহোর আক্রমন দারুনভাবে আটকে দিয়ে ১৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে যেতে দেননি জার্মান অধিনায়ক। তবে ৩৮ মিনিটে উইলিয়ানের সহায়তায় ২০ বছর বয়সী জেসুস জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপকে পরাস্ত করলে ব্রাজিল এগিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads