• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

খেলা

১০-১ গোলের বিশাল জয় পেল বাংলাদেশের মেয়েরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ মার্চ ২০১৮

চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবলের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছে তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একটি করে গোল করেছে সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার (জুনিয়র)।
এই জয়ে আনন্দের আরেকটি বিষয় হচ্ছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮০। সেই তালিকায় বাংলাদেশ ১০২ তম অবস্থানে। সেই কারণে র‌্যাঙ্কিংয়ে এতো সামনের একটি দলকে হারানোর মধ্যে দ্বিগুন আনন্দও রয়েছে।

প্রথমার্ধেই মালয়েশিয়ার জালে ৬ বার বল পাঠায় তহুরারা। যে কারণে দ্বিতীয়ার্ধে চার গোলকে মনে হয়েছে সামান্য। ১৩ মিনিটে বাংলাদেশের পক্ষে প্রথম গোলের দেখা পান ডিফেন্ডার সাজেদা। এরপর দলের স্ট্রাইকার তহুরার দুই মিনিটের ঝলক। ১৮ ও ২০ মিনিটে জোড়া গোল করে কলসিন্দুরের এই মেয়ে। ২২ মিনিটে জয়ের ব্যবধান ৪-০ করে শামসুন্নাহার। বিরতিতে যাওয়ার আগে ৩৮ মিনিটে আরও এক গোল করে শামসুন্নাহার (জুনিয়র)। এই হলো প্রথমার্ধের ছয় গোলের বৃত্তান্ত।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। এক মিনিটের মধ্যেই নিজের জোড়া গোলে ৮-১ করে শামসুন্নাহার। ব্যক্তিগত জোড়া গোলে ৯-১ করতে আনাইয়ের সময় লেগেছে আরও ১৩ মিনিট। ৭০তম মিনিটে শেষ গোলটি করেছে নিলুফা ইয়াসমিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads