• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

খেলা

কাশ্মীর নিয়ে আফ্রিদি-কোহলিদের টুইট যুদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৮

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন খুবই উত্তপ্ত। দু’দেশের সেনাবাহিনী এরই মধ্যে গোলাগুলিতে জড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে টুইটারে কাশ্মীর নিয়ে ঝড় তুলেছেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আফ্রিদি তার টুইট বার্তায় লিখেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন ভয়ঙ্কর। অত্যাচারী সরকার নিরীহ মানুষকে খুন করছে। দাবিয়ে রাখা হচ্ছে স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবিকে। জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি এই রক্তপাত থামাতে কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না।’

এরপরেই টুইটারে ভারতীয়দের প্রবল সমালোচনার মুখে পড়েন আফ্রিদি। জবাব দেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মতো ভারতীয় ক্রিকেটারেরাও। গম্ভীর তার টুইট বার্তায় লিখেন, ‘আফ্রিদির বক্তব্য নিয়ে বলার বেশি কিছু নেই। ওর পিছিয়ে থাকা অভিধানে ইউএন মানে ‘ইউনাইটেড নেশনস’ নয়, অনূর্ধ্ব উনিশ (আন্ডার নাইন্টিন) ক্রিকেট দল। ওর বয়সটা উনিশের নীচেই কিনা!’

গম্ভীর আরো লিখেন, ‘আফ্রিদি নো বলে আউট হয়েছেন। এখন তা নিয়ে উৎসব করছেন।’

কোহলির টুইট করেন এই লিখে যে, ‘আফ্রিদির টুইটে একটু সংশোধন প্রয়োজন। কাশ্মীরের একটি অংশ পাকিস্তানই দখল করে রেখেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads