• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ফুটবল

‘ব্যাটল অব ব্রিটেন’-এ লিভারপুলের জয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৮

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিটিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে এক ধাপ এগিয়ে গেলো ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল। ম্যাচের শুরু থেকে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে সিটি। কিন্তু ১২ মিনিটের মাথায় দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে চ্যাম্পিয়নস লিগে নিজের সপ্তম গোলটি করেন লিভারপুলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। ফিরমিনোর থেকে ডিবক্সের ভেতরে বল পেয়েই জালে জড়ান মিশরীয় এই তারকা। ১৪ মিনিটে সিটিও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে সানের শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের ২০ মিনিটে ২০ গজ দূর থেকে চেম্বারলিনের দুর্দান্ত গোল লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে দেয়।

দুই গোলে খেয়ে সিটির খেলোয়াড়রা যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এই সুযোগে ৩০ মিনিটে মোহামেদ সালাহর ক্রস থেকে হেডে চ্যাম্পিয়নস লিগে নিজের সপ্তম গোলটি করেন সেনেগালের তারকা সাদিও মানে। ৪১ মিনিটে ফিরমিনোর শট গোলবারের বাইরে দিয়ে চলে না গেলে আবারও গোলের আনন্দে ভাসতে পারতো লিভারপুল।

৩-০ গোলের ফলাফল নিয়ে বিরতিতে যায় দু'দল। বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ৫২ মিনিটে সানের শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ৫৪ মিনিটে মোহামেদ সালাহ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তার পরিবর্তে মাঠে নামেন ওনাইলদাম। ৬৮ মিনিটে কর্নার থেকে ওটামেন্ডির হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের বাকিটা সময় গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় সিটি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads