• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

খেলা

জিদানের ভাবনায় চ্যাম্পিয়নস লিগ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৮

লা লিগায় মাদ্রিদ ডার্বিতে আবারো হতাশ হলো রিয়াল মাদ্রিদ। তাদের জিততে দেয়নি আতলেটিকো মাদ্রিদ। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি নিয়ে তাই বেশি বাক্য ব্যয় করলেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লা লিগায় দলটির দশাহীন অবস্থায় কোচ জিদান ভাবছেন চ্যাম্পিয়নস লিগ নিয়েই।

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ খেলবে ইতালীয় জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকায় সবাই ভাবছে দ্বিতীয় লেগও পার হয়ে যাচ্ছে রিয়াল। ভক্তরা এমনটা ভাবলেও এর বিপরীত ভাবছেন জিনেদিন জিদান, ‘সবাই ভাবছে আমরাই জিতেছি। আর এটাই আমরা ভাবতে চাই না।’

সবাই যেখানে জয়ের কথা ভাবছে সেখানে জিদান মনে করছেন ম্যাচটিতে অনেক ভুগবে রিয়াল, ‘সবাই বলছে আমরা জিততে যাচ্ছি। আমরা বলব ভুগতে যাচ্ছি।’ তবে ম্যাচটি জিততে সব কিছু করার দিকেই মনোযোগী রিয়াল কোচ, ‘এই পর্ব পার হতে আমাদের সব কিছুই করতে হবে, যা করছি তাতে মনোযোগ দিতে হবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads