• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

খেলা

শিরোপার স্বপ্ন টিকে থাকল নাপোলির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৮

হারতেই বসেছিল নাপোলি। দ্বিতীয়ার্ধে গোল হজম করে। এভাবেই ম্যাচটি শেষ হওয়ার পথে এগিয়ে চলে। অবশেষে খেলার শেষ তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে। শেষ মুহূর্তের এমন গোলে চেইভোর বিপক্ষে ২-১ গোলে জয় পায় নাপোলি। রোববার এই জয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখে সিরি আ’র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। মাত্র চার পয়েন্ট কমে পরের স্থানে নাপোলি। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৭৭। লিগে এখনো সাত ম্যাচ বাকি আছে। জুভেন্টাস একটু হোঁচট খেলেই শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে নাপোলি।

একই দিন নিজেদের ম্যাচে জয় পায় লাজিও। নাপোলির মতো তারাও পিছিয়ে পড়ে। অবশ্য প্রথমার্ধেই নিজেরা দুটি গোল করে। স্বাগতিক উদিনিসকে হারায় ২-১ গোলের ব্যবধানে। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে তারা। ৩১ ম্যাচে লাজিওর পয়েন্ট ৬০। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে আছে রোমা।

এদিকে নাপোলির কাছে হেরে যাওয়া চেইভো ৩১ ম্যাচে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে। লাজিওর প্রতিপক্ষ উদিনিস সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে।

সান পাওলো স্টেডিয়ামের দর্শকরা অনেক নাটকীয়তার সাক্ষী হয়েছেন। খেলায় ৭৬ শতাংশ বল দখলে রাখে নাপোলি। চেইভোর ২৪০ পাসের বিপরীতে তারা পাস নেয় ৭২৩টি। মোট ২১টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে শট ১২টি। বিপরীতে মোট চারটি শটের মধ্যে দুটি লক্ষ্য শট নিতে পারে সফরকারী দলটি। পেনাল্টি শটও পায় নাপোলি। তবুও হারতে বসেছিল স্বাগতিকরা। অবশেষে শেষ তিন মিনিটে আবার নাটকীয়তার জন্ম দিয়ে জয় তুলে নেয় তারা।

প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর খেলার ৪৯ মিনিটে মার্টেনসকে ফেলে দেন ফ্যাবিও ডিপাওলি। তাতে পেনাল্টি পায় নাপোলি। তবে মার্টেনসের পেনাল্টি শট ফিরিয়ে দেন চেইভো গোলরক্ষক সোরেন্টিনো।

খেলার ৭৩ মিনিটে চেইভোকে লিড এনে দেন স্টেপিনস্কি। ম্যাচের ৮৯ মিনিটে হেড করে দলকে সমতায় ফেরান মিলিক। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নাপোলিকে এগিয়ে দেন দিওয়ারা। এই গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads