• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

খেলা

ফিফার শাস্তি পাচ্ছে মোহামেডান ও শেখ রাসেল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

প্রিমিয়ার ফুটবল লিগ আগেই শেষ হয়েছে। কিন্তু দুটি ক্লাবকে নিয়ে জটিলতা কাটেনি। গত বছর বিদেশি কোচ ও খেলোয়াড়ের বকেয়া পাওনা নিয়ে টালবাহানা করেছিল মোহামেডান ও শেখ রাসেল। ফিফার শাস্তির খড়গ নেমে এসেছিল তার পরেই। দুটি ক্লাবকে জরিমানার পাশাপাশি তিন পয়েন্ট কাটার নির্দেশ দিয়েছিল ফিফা। সেটা অবশেষে কার্যকর হতে যাচ্ছে।

প্রিমিয়ার লিগে মোহামেডান ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও শেখ রাসেল ২৭ পয়েন্ট নিয়ে হয়েছে ষষ্ঠ। কিন্তু এপ্রিলে বাফুফের লিগ কমিটির সভায় এ অবস্থান থাকছে না। মোহামেডান বিদেশি কোচ ও শেখ রাসেল বিদেশি খেলোয়াড়ের বকেয়া টাকা না দেওয়ায় ফিফা থেকে শাস্তির নির্দেশ হয়েছিল। এরপরই ক্লাব দুটি বকেয়া পরিশোধ করলেও শাস্তি এড়াতে পারছে না।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘মোহামেডান ও শেখ রাসেলের তিন পয়েন্ট কাটা ছাড়া বিকল্প দেখছি না। এ মাসেই লিগ কমিটির সভায় ফিফার দেওয়া আগের নির্দেশ বহাল রাখতে হচ্ছে। ফিফার কাছে ক্লাব দুটি আবেদন করেও পয়েন্ট কাটা থেকে রেহাই পাচ্ছে না। এখন পর্যন্ত ফিফা সাড়া না দেওয়ায় ধরেই নিতে হচ্ছে পয়েন্ট কাটতেই হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads