• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

খেলা

অনুশীলনে কিশোরী ফুটবলাররা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

আবারো অনুশীলনে ফিরল বাংলাদেশের ফুটবলের একমাত্র আশার আলো হয়ে থাকা কিশোরীরা। হংকংয়ে চার জাতি জকি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের পর বসে না থেকে কিশোরী ফুটবলারদের নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। উদ্দেশ্য ক্যাম্পে চালিয়ে যাওয়া।

ফুটবল ফেডারেশন আগেই ঘোষণা দিয়েছিল এ বছর অন্তত সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে কিশোরী দলটি। এরই অংশ হিসেবে গত মাসে হংকং যায় মারিয়া-তহুরারা। সেখানে ইরান, স্বাগতিক হংকং আর সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে ছুটি কাটিয়ে আবারো অনুশীলনে ফিরেছে দলটি।

এবার সামনে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্ব ছাড়াও আরো পাঁচ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে হবে দলটিকে। সময় নষ্ট না করে আবারো ক্যাম্প শুরু করল বাংলাদেশ কিশোরী দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads