• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফুটবল

বিশ্বকাপে যাওয়া হচ্ছে না পেলের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

সর্বোচ্চ তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে। শুধু তাই নয়, তাকে বলা হয় শতাব্দীর সেরা ফুটবলারও। এ ছাড়া বিশ্বকাপ ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। কিন্তু এবার তাকে ছাড়াই হতে পারে রাশিয়া বিশ্বকাপ। অসুস্থতার কারণে এবার রাশিয়াতে নাও যেতে পারেন তিনি। এমনটাই জানিয়েছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

বেশ কয়েক বছর ধরে অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছেন ৭৭ বছর বয়সী ব্রাজিলের এই ফুটবল লিজেন্ড। এর মধ্যে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। এ ছাড়া ২০১২ সালে একবার ডাক্তারের ছুরি-কাঁচির নিচেও যেতে হয় ব্রাজিলের কালো মানিককে। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে দেখা গিয়েছিল তাকে। এছাড়া সবশেষ এবারের রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায় পেলেকে। কিন্তু এবার রাশিয়াতে তাকে দেখা নাও যেতে পারে বলে জানিয়েছে গোল ডটকম।

খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে বেশ সফল তিনি। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলকে টানা তিনটি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন তিনি। তার কারণে ফিফা বিশ্বকাপের জুলেরিম ট্রফি চিরদিনের মতো পায় ব্রাজিল। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে পেয়েছিলেন সেরা ফুটবলারের ট্রফি গোল্ডেন বল। এছাড়া ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে ৭৭টি গোল করেছেন পেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads